,

SAMSUNG CAMERA PICTURES

হবিগঞ্জে এমপি কেয়া চৌধুরীর উপর হামলার মামলায় একজন কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর আলোচিত হামলা মামলার অন্যতম আসামী  জসিম মিয়া (২০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ৩০ মিনিট শুনানী পর আদালত পরে আদেশ দিবেন বলে আসামীকে কাঠগড়ায় আটক করে রাখেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোঃ আলমগীর চৌধুরী, আজিজুর রহমান খান সজল প্রমুখ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন ও সিএসআই সিরাজুল ইসলাম। পরে সন্ধ্যা ৬টার দিকে জসিমের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। জসিম ভুগলী গ্রামের কাছম আলীর পুত্র। প্রকাশ, গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের বেঁদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে হবিগঞ্জ ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এমপি কেয়া চৌধুরী ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রাহেলা আক্তারসহ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকে বাহুবল, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, সিলেটসহ দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় উঠে। বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় ১৮ নভেম্বর রাতে লামাতাসি ইউপির মহিলা সদস্য পারভিন আক্তার বাদি হয়ে নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ ও তারা মিয়ার ম্যানেজার জসিম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন। ডিবির এসআই ইকবাল বাহার জানান, তারার বিরুদ্ধে তিনি বাদি হয়ে জুয়া আইনে মামলা দায়ের করলে সে আদালতে হাজির হয়ে জামিন লাভ করে।


     এই বিভাগের আরো খবর