,

ভিজিএফ-এর চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান রূপম কারাগারে

জুয়েল চৌধুরী ॥ ভিজিএফ-এর চাল আত্মসাৎ মামলায় লাখাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আরিফ আহমেদ রূপমকে কারাগারে পাঠানো হয়েছে। গত রবিবার বিকেলে  হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ইকবাল হোসেন ভূইয়া। আসামী পক্ষে ছিলেন এম আকবর হোসেইন জিতু, চৌধুরী আশরাফুল বারী নোমানসহ বেশ কয়েকজন আইনজীবি। প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় লাখাই উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান ও থানার ওসি বজলার রহমান চেয়ারম্যানের কার্যালয়ের একটি কক্ষ থেকে ১১০ বস্তায় সাড়ে ৫টন চাল জব্দ করেন। পরে চেয়ারম্যানের বিরুদ্ধে লাখাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুত কুমার আচার্য্য বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর তিনি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন আনেন। কিন্তু হাইকোর্টের নির্দেশ মতে গত রবিবার দুপুরে আদালতে হাজির হন।


     এই বিভাগের আরো খবর