,

শায়েস্তাগঞ্জ রেল ক্রসিংয়ে তেলবাহি ট্রেনের বগি লাইনচ্যুত ॥ ৬ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ

 শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেল ক্রসিংয়ে তেলবাহি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের ৬ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার দুপুর ২টার দিকে সচল পুনরায় সচল হয়। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকাগামী তেলবাহী ট্রেনের একটি বগি শায়েস্তাগঞ্জ ক্রসিংয়ে লাইনচ্যুত হয়। এ সময় শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও কালনী এবং শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়ে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার এবিএম সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়া তেলবাহি ট্রেনের বগিটি সরাতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়। দুপুর পৌণে ২টার দিকে ট্রেন থেকে বগিটি বিচ্ছিন্ন করে লাইনের পাশে রেখে ট্রেনটি নিয়ে যাওয়া হয়। ফলে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে সড়কের মাঝখানে ক্রসিংয়ে তেলবাহি ট্রেন লাইনচ্যুত হওয়ায় উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অনেকে লস্করপুর ক্রসিং দিয়ে চলাচল করেন। শুধু তাই নয় শত শত ট্রেন যাত্রীরা রেল স্টেশনে আটকা পড়ে ভোগান্তির শিকার হন। অনেক যাত্রী জানান, সময়মতো গন্তব্য স্থলে পৌছাতে পারেননি।


     এই বিভাগের আরো খবর