,

হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার সকালে পূর্ব ভাদৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম। সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ ও প্রফেসর ইকরামুল ওয়াদুদ, চক্ষু সার্জন ও কনসালটেন্ট ডাঃ সৈয়দ হামেদুল হক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, গোপায়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, রোটারিয়ান আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, সিরাজ মিয়া চেীধুরী, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র স্টাফ ফটোগ্রাফার রনু বিশ্বাস। বক্তব্য রাখেন হবিগঞ্জ নাগরিক কমিটির সদস্য তাহমিনা বেগম গিনি, আব্দুল মোতালিব মমরাজ, সিরাজ মিয়া চৌধুরী, আব্দুল মোছাব্বির তালুকদার কুতুব, পিংকু চন্দ্র শীল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মঈনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ফরিদ মিয়া। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগের প্রশংসা করে জেলার প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আহবান জানান। ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু সার্জন ও কনসালটেন্ট ডাঃ সৈয়দ হামেদুল হক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, ডেন্টাল সার্জন ডাঃ এসএস আল আমিন সুমন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ নির্ঝর ভট্টাচার্য্য, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নিয়াজ মোর্শেদ।


     এই বিভাগের আরো খবর