,

নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ

জুয়েল চৌধুরী ॥ চাকুরীর প্রলোভন দিয়ে গৃহবধূকে সৌদি আরবে পাচারের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রাম থেকে আন্তঃজেলা নারী পাচারকারী চক্রের সদস্য সামছুল হক (৩০) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুস ছোবনের পুত্র। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সিআইডি সিলেট রেঞ্চের এসআই সুমন মালাকারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার রাজিউড়া আদর্শ গ্রামের দরছ মিয়ার পুত্র দিন মুজুর হেলাল মিয়া ৫ বছর আগে একই গ্রামের বিউটি বেগমকে বিয়ে করে। বিয়ের পর তাদের অভাব অনটনে দিন কাটে। এক পর্যায়ে সামছুল বিউটির স্বামী হেলালকে জানায়, বিউটিকে যদি সৌদি আরব পাঠায় তাহলে মোটা বেতনে চাকুরী পাবে এবং তার অভাব অনটনের দিন শেষ হবে। প্রথম দিকে রাজি না হলেও পরে সামছুলের বিভিন্ন প্রলোভনে পড়ে রাজি হয়ে গত ১০ জুন বিউটিকে সৌদি আরব পাঠায় হেলাল। সেখানে গিয়ে পাচারকারীদের কবলে পড়ে বিউটি এবং চলতে থাকে পাশবিক নির্যাতন। এ খবর বিউটি তার স্বামীকে জানালে সে সামছুলের নিকট এর কারণ জানতে চায়। এ সময় সামছুল জানায়, বিউটিকে ফিরে পেতে হলে ২ লক্ষ টাকা দিতে হবে। কোন অবস্থা না দেখে হেলাল ১০ জুলাই মানব পাচার আইনে আদালতে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি সিআইডি ক্রাইম ব্রাঞ্চ সিলেটে প্রেরণ করেন। এ বিষয়ে এসআই সুমন মালাকার জানান হেলালকে রিমান্ডে এনে তার গডফাদারকে বের করা হবে।


     এই বিভাগের আরো খবর