,

শায়েস্তাগঞ্জে বই বিতরণ ও ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর \ শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও ডিজিটাল ক্যাম্পাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপত্বিতে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা মেয়র মোঃ ছালেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ মাসুদুজ্জামান মাসুক, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ও কাউন্সিলর মোছাঃ শিউলি বেগম, অভিভাবক সদস্য মুজিবুর রহমান মারাজ মেম্বার, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুর রাজ্জাক, আব্দুল­াহ্ আল-মামুন, শিক্ষানুরাগী সদস্য জবা রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ছালেক মিয়া, বক্তব্যে বলেন, হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান গুলো পর্যায়ক্রমে ডিজিটালের দিকে এগুচ্ছে। তাই শায়েস্তাগঞ্জের বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নে কারিগর সহায়তা দিচ্ছে তথ্য প্রযুক্তি কোম্পানী নেটিজেন আইটি লিমিটেড যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সহায়ক ভূমিকা রাখছে। শিক্ষা প্রতিষ্ঠান জিডিটাল হলে শিক্ষার মান বাড়ে, পরিশ্রম কমে, সার্বিক ভাবে আর্থিক সশ্রম হয় তা আজ প্রমানিত সত্য। উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস রূপ নিল। তিনি বিদ্যালয়ে হত দরিদ্র ছাত্রীদের লেখাপড়া উৎসাহ করার লক্ষে বেতন, ভর্তির ফি-র জন্যে আড়াই লক্ষ টাকা অনুদান দিয়েছেন বিদ্যালয়কে। প্রধান অতিথি বক্তব্য শেষে ষষ্ট শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত হাজারো ছাত্রীদের হাতে বই বিতরণ করেন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ও শিক্ষক বৃন্দ।


     এই বিভাগের আরো খবর