,

এমপি মুনিম চৌধুরী বাবু’র মায়ের ইন্তেকাল, জানাযায় হাজারো মানুষের ঢল

আলী হাছান লিটন ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু‘র মাতা (অবঃ) শিক্ষিকা হুসনে আরা বেগম চৌধুরী (৭৫) আর নেই। তিনি গত শনিবার রাত সাড়ে ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজের জানাযা গতকাল রবিবার বেলা ২টা ৩০ মিনিটের সময় কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে হাজারো মানুষের ঢল নামে।

FB_IMG_1520191534507

এতে অংশগ্রহন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান জাপা নেতা প্রফেসার আবিদুর রহমান, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলুল হক চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, বাহুবল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন খান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলার জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, বাহুবল উপজেলা জাপার সভাপতি শফি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, প্যানেল মেয়র এটি এম সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু ও শাহ রিজভী আহমেদ খালেদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা  মুকিত চৌধুরী, ৮নং নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, বাহুবল সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, বাহুবল কলেজের প্রিন্সিপাল আব্দুর রব শাহিন, প্রভাষক আব্দুর রকিব, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, জেলা যুবসংহতির সাবেক সভাপতি কাজল আহমদ, এডভোকেট শিবলী খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। জানাযার নামাজের পূর্বে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এক সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন (অবঃ) শিক্ষিকা হুসনে আরা বেগম চৌধুরী মরহুমার বড় পুত্র এমপি মুনিম চৌধুরী বাবু নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের প্রমুখ।


     এই বিভাগের আরো খবর