,

নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব এবং ক্রীড়াবান্ধব সরকার। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা ও খেলাধুলার বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার ব্যাপারে আগ্রহী। তিনি আরো বলেন, সফল প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশরতœ শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে সবসময় আন্তরিক। পুরুষের পাশাপাশি নারীদের খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার নানা ধরণের উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হবিগঞ্জ শহরতলীর আইডিয়াল হাইস্কুল ভাদৈ-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান আলহাজ¦ এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, হবিগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আবুল খায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সফিকুল ইসলাম আনছারী, রোজ বাংলাদেশের চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর