,

নবীগঞ্জের গোলাপ, জামাল গিয়াসের বিরুদ্ধে মানবতাবিরোধী প্রতিবেদন প্রকাশ

ছনি চৌধুরী ॥ মানবতাবিরোধী অপরাধ মামলায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় গজানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ মিয়া (৬৬) সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন বিষয়ে বক্তব্য দেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। এ মামলার অন্য দুই আসামি হলেন, জামাল উদ্দিন আহমেদ (৬৫) ও শেখ গিয়াস উদ্দীন আহমদ (৭০)। তিন আসামির মধ্যে গোলাপ মিয়াকে গত বছরের ১২ এপ্রিল এবং ২৩ নভেম্বর বিএনপি সমর্থক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। জামায়াত সমর্থক গিয়াস উদ্দিন লন্ডনে পলাতক রয়েছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, এ মামলাটির তদন্ত শুরু হয়েছিল ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি। তদন্তে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নবীগঞ্জ এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অপরাধের অভিযোগ আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আবুল খায়ের গোলাপ ওরফে গোলাপ মিয়া, মোহাম্মদ জামালউদ্দীন আহম্মদ।
ছবি: প্রথম আলোমানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।


     এই বিভাগের আরো খবর