,

বানিয়াচংয়ে দুইটি ঘরপুড়ে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি ঘর ভস্মিভূত হয়ে নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেয়েছে আশ-পাশের অন্যান্য ঘর। গত বুধবার দিবাগত অনুমান রাত ১২টায় বানিয়াচং উপজেলা সদরের পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায়, পাঠানটুলা এলাকার সৌদি প্রবাসী আব্দুল কদ্দুস মিয়ার ছেলে মহিবুর দেখতে পান তাদের ঘরে আগুনের ধোয়া। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তখন সে চিৎকার শুরু করলে ঘরের লোকদের ঘুম ভেঙ্গে যায়। এতে শিশুদের নিয়ে কোনমতে আত্মরক্ষা করেন মহিলারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ারম্যান রাকিব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়াস সার্ভিস কর্মীদের প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেছেন, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া।


     এই বিভাগের আরো খবর