,

নবীগঞ্জের দিনারপুর স্কুলে সাড়ে ৭৫ লাখ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৭৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতসহ একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
করলেন এমপি কেয়া চৌধুরী। গতকাল বুধবার দুপুরে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।স্কুল পরিচালনা কমিটি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে সাড়ে ৭৫ লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেছিলাম। এ বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত প্রথম একতলা ভবনের নামকরণ করা হবে প্রাক্তন মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর একাডেমিক ভবন নামে। পর্যায়ক্রমে বাকী তিনতলার মধ্যে ২য় তলা সাবেক অর্থমন্ত্রী শহীদ শাহ্ এএমএস কিবরিয়ার একাডেমিক ভবন, ৩য় তলা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী একাডেমিক ভবন ও ৪র্থ তলা শহীদ আজিম উল্লা ও শহীদ ইজ্জত উল্লাহ একাডেমিক ভবন নামে নামকরণ করা হবে। তিনি বলেন, আমি এ আহবান জানালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ স্কুল কমিটির সকলেই আমার সাথে একমত পোষণ করেন। এমপি কেয়া চৌধুরী  আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা, ব্রিজ, ঘরে ঘরে বিদ্যুৎসহ জনকল্যাণে উন্নয়মূলক কাজ করছি। উন্নয়ন চলমান রয়েছে। উন্নয়নের গতিকে আরো বাড়াতে আমি এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সবার প্রতি নৌকায় ভোট দিতে জোরালো আহবান জানান। এরই প্রেক্ষিতে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ তৃণমূলের লোকেরা হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দিয়ে কেয়া চৌধুরীকে এমপি নির্বাচিত করার। শিক্ষক রোকন মিয়া ও নূর মোহাম্মদ এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, স্কুলের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, শিক্ষা প্রকৌশলী মুহাইমিনুল ইসলাম, স্কুল পরিচালনায় কমিটির সদস্য আব্দুল মান্নান, শাহ আনিস আলী, শাহ গোলাম ইজদানী শামীম, শফিউল আলম প্রমূখ। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে এমপি কেয়া চৌধুরীকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর