,

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, শান্তিপুর গ্রামের জালাল মিয়ার সাথে একই গ্রামের কবির মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বুধবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় নিজমা আক্তার, রোমান মিয়া, সুরুজ আলী, নোমান মিয়া, মি. আলী, তোফাজ্জুল, হাফিজুল, মাজিরুল, গাউছ, সুরত আলী, শাহেনা আক্তার, নামজা আক্তার, নাইম, শাহীনুর, মাছুম, ইব্রাহিম, ইরাজুল, মফিজুল, মারুফ মিয়া, জালাল মিয়া, ইমন মিয়া, রাফিজুল, কালিদুর মিয়া, রাসেল মিয়া, শাহীনুর আলমসহ ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।


     এই বিভাগের আরো খবর