,

নবীগঞ্জে ভোরের ডাকের ২৭তম বর্ষপূর্তি পালন

সেলিম আহমেদ ॥ “এগিয়ে থাকার জন্য” শ্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮ বর্ষে পদার্পন উপলক্ষে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভা মিলনাতয়নে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক এবং দৈনিক ভোরের ডাক এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সেলিম তালুকদারের সভাপতিত্বে ও বিজয়ের বার্তা.কম এর সম্পাদক ও প্রকাশক ছনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসামানী, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এবং দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলাউর রহমান ঠাকুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক  আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ পৌরসভার সচিব মোঃ আজম হোসেন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, যায়যায়দিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, ৭১ টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, ইউরো বাংলা সিলেট’র বার্তা সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সুমন আলী খান, ভোরের ডাক’র বাহুবল প্রতিনিধি জসিম উদ্দিন, প্রভাকর নবীগঞ্জ প্রতিনিধি জসিম তালুকদার, রাশেদ আহমদ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বর্ক্তৃতায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। দৈনিক ভোরের ডাক দীর্ঘ ২৭টি বছর পেরিয়ে ২৮ বছরে পা দিয়েছে, এটা সহজ কথা নয়। তাদের আগামী দিনের পথ চলা হোক আরো সুন্দর এ কামনা করে তিনি আরো বলেন, আমি সকালে অফিসে এসেই ভোরের ডাক ও সময় পত্রিকা হাতে পাই। এ জন্য আমি ভোরের ডাকের একজন নিয়মিত পাঠক হয়ে পড়েছি। বিশেষ অতিথির বর্ক্তৃতায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসামানী বলেন, সাংবাদিকতা পেশা ঝুকিপূর্ণ হলেও আপনারা যেভাবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের পাশাপাশি বেশি করে লেখাপড়া করার আহবান জানান। বিশেষ অতিথির বর্ক্তৃতায় গোলাম মোস্তফা রফিক বলেন, সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।


     এই বিভাগের আরো খবর