,

সাংবাদিক পরিবারের ওপর হামলা, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক : দৈনিক বিবিয়ানা পত্রিকার সাংবাদিক জুবেল আহমদের পরিবারের ওপর দুর্বৃত্তদের হামলার ১৩ দিন পরও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ১৭ মার্চ রাত দেড়টায় বিবিয়ানা পএিকার সাংবাদিক জুবেল আহমদের পরিবারের সদস্যদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে এ ন্যাংকারজনক ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিক জুবেল আহমদের পিতা বলেন, ‘নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মনসুর ও নাসিরসহ ৬ থেকে ৭ জনের একটি দল গভীর রাতে দরজা ভেঙে আমাদের ঘরে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে প্রথমে তারা আমার ছোট ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। পরবর্তী সময়ে আমার ভাইকে ও ছেলেকে বেদম প্রহার করে। মারাত্মক আহত আমার ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা করায় উল্টো মামলা তুলে নেওয়ার জন্য অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।’ তিনি জানান,আমার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন, জমি-জমা সংক্রান্ত এবং তার ছেলে সাংবাদিক জুবেল আহমদ আওয়ামীলীগের নেতা কর্মীদের বিভিন্ন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে রিপোর্ট লেখার কারণে পূর্ব শত্রুতার জেরে আসামিরা এ ধরণের কর্মকাণ্ড চালাচ্ছে। ঘটনার পরের দিন (১৮ মার্চ) এ বিষয়ে জুবেল আহমদের বাবা আব্দুল সহিদ বাদী হয়ে মনসুর ও নাসিরসহ ৬/৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এর আগে দুর্বৃত্তরা বড় ছেলে সাংবাদিক জুবেল আহমদ কোথাও পেলে এবং ছোট ছেলেকে প্রাণনাশসহ নানা ধরণের হুমকির দেওয়ায় নবীগঞ্জ ও বাহুবল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।


     এই বিভাগের আরো খবর