,

নবীগঞ্জের ভেজাল খাদ্যদ্রব্য তৈরীর কারিগর মোশাহিদ পুলিশের খাঁচায়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ভেজাল খাদ্যদ্রব্য তৈরীর কারিগর মোশাহিদ মিয়া (৩২)কে পলাতক আসামী হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে গোপলারবাজার ফাঁড়ি পুলিশ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজার থেকে গ্রেফতার করে। সে ওই গ্রামের ফরিদ মিয়ার পুত্র। জানা যায়, ২০১৫ সালে ভেজাল পানীয় খাদ্যদ্রব্য উৎপাদন করে বিক্রির সময় মোশাহিদ মিয়াকে আটক করে পুলিশ। পরে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। এর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল মোশাহীদ মিয়া। (জিআর ৪৫১৫) এই মামলায় বিজ্ঞ আদালত মোশাহীদের বিরুদ্ধে পলাতক আসামী হিসেবে ওয়ারেন্ট ইস্যূ করে। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপলারবাজার ফাঁড়ির এ.এস.আই সোহাগ আহমেদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে রোকনপুর বাজারস্থ একটি দোকান থেকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ওই মামলায় সে এর আগেও গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছে বলে জানা গেছে। এছাড়া সুনামগঞ্জ জেলায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর