,

নবীগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মোছাব্বির চৌধুরী (৫৮) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। প্রথমে গত বুধবার জোহরের নামাজে যাওয়ার পথে মারপিট করে আহত করে পরে ধোকা দিয়ে হবিগঞ্জ নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে নির্জন স্থানে ফেলে যায়। স্থানীয় লোকজন বৃদ্ধকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউশা ইউনিয়নের বিলপাড় গ্রামের মৃত আবিদ মিয়ার স্ত্রী ও তার পুত্র প্রবাসী ময়নব মিয়ার সাথে একই গ্রামের মৃত আতাউর রহমান চৌধুরীর পুত্র নিরীহ বৃদ্ধ মোছাব্বির চৌধুরীর জায়গা সংক্রান্ত বিভিন্ন বিষয়াধি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শক্রুতার জের ধরে গত বুধবার বিলপাড় হযরত শাহ তাজ উদ্দিন কোরেশির মাজারের নিকটস্থ মসজিদে জোহরের নামাজে যাওয়ার পথে নিরীহ মোছাব্বির চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায় ময়নব মিয়া, আলী আকবরসহ কয়েকজন লোক। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস রাখেনি। আহত মোছাব্বির চৌধুরীর পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় মেম্বারসহ এলাকার মুরব্বিয়ানদের কাছে বিচার প্রার্থী হন। এ অবস্থায় বিকেলে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র সুহেল মিয়া ঘটনাটি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং আহত মোছাব্বির চৌধুরীকে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা করানোর কথা বলে বাড়ি থেকে সিএনজি যোগে নিয়ে যান। ধোকা দিয়ে সেখানে নিয়ে গিয়ে ময়নব, সোহেল সহ তাদের সহযোগীরা বৃদ্ধ মোছাব্বির চৌধুরীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে আদালতের পাশের একটি নির্জন স্থানে পেলে যায়। ওই দিন বুধবার রাত ৮ টার দিকে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে রক্তাত্ত অবস্থায় দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।


     এই বিভাগের আরো খবর