,

মশায় জ্বালায় অতিষ্ঠ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা ও আশপাশের এলাকায় বেড়েছে মশার উপদ্রব। মশার অস্বাভাবিক বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কিন্তু মশা নিধনে নজর নেই শায়েস্তাগঞ্জ পৌরসভার। এ নিয়ে পৌরবাসীর মধ্যে বিরাজ করছে অসন্তোষ ও ক্ষোভ। সন্ধ্যা কিংবা রাত নয়, দিনেও
মশার যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না সাধারণ মানুষের। এমনকি ওই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন মশা নিধনে কার্যক্রম না থাকায় বেড়েছে মশার বংশ বিস্তার। মশার দংশন আর ভনভনানিতে শুধু মানুষই নয়, গৃহপালিত পশুরাও নেই স্বস্তিতে। বেকায়দায় রয়েছে শিশু, বৃদ্ধ ও হাসপাতালে ভর্তি রোগীরা। মশার জ্বালায় পৌরবাসী বিরক্ত-অতিষ্ঠ হলেও মশার বিস্তার ও নিধনে চোখে পড়ার মতো কোন কার্যক্রম দেখা যায় না পৌরসভার। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নজরে আসছে না মশা নিধন কার্যক্রম। এছাড়া পৌরসভার বাজার, স্কুল, বিভিন্ন ওয়ার্ডের রেলের ডোবা, ড্রেন-নর্দমায় পানি জমে তা মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এতে করে মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি অসুখ-বিসুখ ছড়িয়ে পড়ারও আশংকা দেখা দিয়েছে। মশার কয়েল জ্বালিয়েও রেহাই পাচ্ছেন না মানুষ। তাছাড়া রেলের এরিয়া, দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য ড্রেনগুলো অপরিস্কার থাকায় মশার অত্যাচার বেশি বেড়েছে। এদিকে দাউদনগর বাজারের ভিতরে  ডাসবিন না থাকায় বাজারের ব্যবসায়ী ও হোটেলের মালিকগণ ময়লার স্থপ করে বস্তা বরে রেলের ডোবাতে ফেলে দেওয়ায় পথচারীদের আশপাশের বাড়িঘরের লোকজন দূর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে। ঐসব স্থানে মশার উপক্রম বেশি দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর