,

জমে উঠেছে ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

মোঃ সুমন আলী খান ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশনার। ওই নির্বাচনে ৫টি পদে ১৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন পদের প্রার্থীরা ৪ শত ৯৭ জন ভোটারদের কাছ ভোট চাচ্ছেন। ওই নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন (ছাতা প্রতীক), সাবেক সভাপতি আমুন উদ্দিন (চেয়ার প্রতীক), সাধারণ সম্পাদক দিলবার হোসেন (হরিণ প্রতীক), জাতীয় পার্টির নেতা শাহিন আলম ছাও মিয়া (আনারস প্রতীক), সাধারণ সম্পাদক পদে ৩ জন। তারা হলেন, সাংবাদিক আশাহীদ আলী আশা (দোয়াত কলম প্রতীক), সাবেক সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান, (সাইকেল প্রতীক) বিশিষ্ট ব্যবসায়ী নোমান আহমদ (চাকা প্রতীক), সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন তারা হলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান (বাল্ব প্রতীক) ও মোঃ শহীদুল ইসলাম ভুট্টো (মই প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে ২ জন। তারা হলেন, জাহাঙ্গীর আলম (মাছ প্রতীক) ও মোঃ সাজ্জাদুর রহমান (ফুটবল প্রতীক), কোষাধ্যক্ষ পদে ২ জন। তারা হলেন, মোঃ আবু ছায়েদ (তালাচাবি প্রতীক) ও মোঃ শাহানুর আলম (টিউবওয়েল প্রতীক), প্রচার সম্পাদক পদে তারেক আহমদ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতা য় নির্বাচিত হয়েছেন।  উল্লেখ্য যে, আগামী ২৮ এপ্রিল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর