,

নবীগঞ্জের লহরছপুরে বিষপানে গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার লহরছপুর গ্রামে বিষাক্রান্ত অবস্থায় রিপা বেগম (৩৫) নামের ৪ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আলীজানের স্ত্রী। গত রবিবার সন্ধ্যায় স্বামীর সাথে অভিমান করে ইদুরের ঔষধ সেবন করে বিষক্রিয়ায় ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে সে মারা যায়। মৃত রিফার পরিবারের অভিযোগ জরুরি বিভাগে আনার পর ভালভাবে বিষমুক্ত করা হয়নি। সূত্র জানায়, ১০ বছর আগে একই উপজেলার পুরানগাঁও গ্রামের দুদু মিয়ার কন্যা রিফাকে বিয়ে দেয়া হয় লহরছপুর গ্রামের সুলতান মিয়ার পুত্র আলীজানের সাথে। দাম্পত্য জীবনে তাদের দুই পুত্র ও দুই কন্যা সন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হতো। গতকাল রবিবার সকালে আলীজান কাজের জন্য ভৈরব চলে যায়। বিকেলে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। রিফা ইদুরের ঔষধ সেবন করে ছটফট করতে থাকে। রাত ৮টায় সদর থানার এসআই সাহিদ মিয়া লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর