,

কৃষক ও কৃষিবীদগণ দেশের প্রাণ -আজমিরীগঞ্জে জনক রাজ ধানের মাঠ দিবসে এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সুপার হাইব্রিড ধান বীজ জনক রাজ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সীডস লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার এড. আব্দুল মজিদ খান এমপি। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ আতর আলী মিয়ার সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবীদ খন্দকার মকবুল হোসেন, কৃষিবীদ আল-আমীন, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সেন। এছাড়াও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান,  উপজেলা ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান সাধারণ সম্পাদক আমীর হোসেন কৃষক করির মিয়া, নূরুল হক, ইমরান মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, মাঠে সোনার ফসল দেখে সবার মন ভরে উঠেছে। সরকার বিনামূল্যে সার বীজ দিয়ে কৃষকদের সহায়তা করছে। উন্নতমানের ফসল চাষের জন্য প্রশিক্ষণ প্রদান করিয়ে কৃষকদেরকে উৎসাহ প্রদান করছে আওয়মী লীগ সরকার। তিনি আরও বলেন, কৃষক ভাইয়েরা আমাদের প্রাণ। কৃষক ভাই ও কৃষিবীদগন দেশ ও জাতির সম্পদ। কৃষক ভাইয়েরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্যের চাহিদা পূরণ করেন আর কৃষিবীদগন সরকারের নির্দেশে কমজমিতে কি করে বেশি ফলন উৎপাদন করা যায় সেই লক্ষ্যে কাজ করে বিভিন্ন জাতের ধান বীজ আবিষ্কার করে ও বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষক ভাইদের সহায়তা করেন। আওয়ামী লীগ সরকার কৃষক ভাইদের জীবন মান উন্নয়নে লক্ষ্যে কাজ যাচ্ছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সহ সার্বিক বিষয়ে অভূতপূর্ন উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এমপি মজিদ খান।


     এই বিভাগের আরো খবর