,

সাময়িক বরখাস্থ হলেন নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। উক্ত ইউনিয়নের ভিজিডি কার্যক্রমে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একপত্রে তাকে এ আদেশ প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী গত ১৫ এপ্রিল স্বাক্ষরিত পত্রে বলা হয়, চূড়ান্তভাবে চেয়ারম্যান পদ থেকে কেন অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করতে হবে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম সাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিজিডি কার্যক্রমে অনিয়ম ও আত্মসাতের সাথে তিনি জড়িত নন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উর্ধ্বতনের কাছ থেকে বরখাস্থের আদেশ পত্র আসার পর তাকে পরিদষের সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য গতকাল মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তিনি চিঠি পাঠিয়েছেন।


     এই বিভাগের আরো খবর