,

হবিগঞ্জে বিশেষ অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ বর্তমান সরকারের আরও কিছু বিশেষ পদক্ষেপে তরুন-তরুনী সহ সকল পেশার মানুষের অংশগ্রহন ও তাদেরকে আর্থিক সাবলম্বী করে দেবার সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেইপ) এর আয়োজনে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের এক অবহিতকরন কর্মশালা। অর্থ মন্ত্রনালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেন্ডার এন্ড সোসাল ডেভলাপমেন্ট স্পেশালিস্ট (সেইপ) ও অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সত্যজিত কর্মকার। বিশেষ অতিথি ছিলেন, সেইপ এর প্রকল্প পরিচালক উপ-সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদের মূখ্য কর্মকর্তা আব্দুল কদ্দুছ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি  মোঃ শাবান মিয়া, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি যুগ্ম সচিব সত্যজিত কর্মকার হত-দরিদ্র মানুষের সন্তান সহ সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, উন্নয়নশীল রাস্ট্র গঠনের লক্ষ্যে স্ব স্ব পেশায় বা ব্যক্তিগত পর্যায়ে দক্ষতার কোন বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সকলের জন্য যথাযথ প্রশিক্ষণ। আর তা নিশ্চিত করতেই সরকারী খরচে বর্তমান সরকার যানবাহন চালক থেকে শুরু করে তৈরী পোশাক খাত, তথ্য প্রযুক্তি, নির্মাণ-চামড়া শিল্প, নার্সিং এন্ড হেলথ টেকনোলজি, আগ্রো ফুড প্রসেসিং সহ  অন্তত ৯টি খাতে ৩২টি উল্লেখযোগ্য বিষয়ের ওপর যথাযথ প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে। তন্মধ্যে রয়েছে গ্রাফিক ও ওয়েব ডিজাইনের মতো কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়। অচিরেই এই কার্যক্রম শুরু হবে। তবে গ্রাফিক ডিজাইন কার্যক্রম শুরু মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা অন্তভূক্ত করা হলেও হবিগঞ্জ ছিলনা। এ ক্ষেত্রে তিনি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও উপস্থিত অতিথি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের অনুরোধের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলাতেও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষন যুক্ত করার বিষয়টি ভেবে দেখার আশ্বাস দেন। এছাড়া সাংবাদিক তুহিনের অপর এক অনুরোধের প্রতি সাড়া দিয়ে অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও উপ-সচিব মহোদয় আগামীতে যে কোন সময় তথ্য প্রযুক্তিতে আরও দক্ষতা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকান্ড প্রচারে এমন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনে সারাদেশের সাংবাদিকদের জন্য ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এদিকে এমন আশ্বাসের বানী উত্থাপন কওে প্রধান অতিথি আরও বলেন, সরকারের ব্যতিক্রমী এমন প্রশিক্ষনের উদ্যোগ এখন সকলকে শুধু আর্থিকভাবে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে না বরং দক্ষতা সৃষ্টির মাধ্যমে এ দেশকে নানা বিপদের সম্মুখীনের কবল থেকে রক্ষা করার পাশাপাশি আগামী দিনে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতেও ব্যাপক ভূমিকা রাখবে।


     এই বিভাগের আরো খবর