,

নবীগঞ্জে তিন প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রির অপরাধে নবীগঞ্জ শহরতলীর দুইটি বেকারী ও একটি কনফেকশনারী ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। সূত্রে জানা যায়, নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ বিসমিল্লাহ বেকারী এবং গন্ধা পয়েন্টস্থ ভিআইপি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে অভিযানে নামেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিসমিল্লাহ বেকারীর মালিককে ২০ হাজার টাকা, ভিআইপি বেকারীর মালিককে ৯ হাজার টাকা এবং একটি কনফেকশনরী স্টোরের মালিকের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বেকারীর মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রির অপরাধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর