,

নবীগঞ্জে বিরোধপূর্ণ ঘর দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন ঘরের দখল ও বেদখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ২০ জন লোক আহত হয়েছেন। এরমধ্যে আহত ২ জনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে পৌর এলাকার রাজনগর গ্রামে। সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত রয়মান আলীর পুত্র আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান ও ওয়াতির মিয়ার পুত্র যুবদল নেতা নুরুল আমীন এর মধ্যে দীর্ঘদিন ধরে ভুমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক অনুষ্টিত হয়। এতে কোন সুরাহা হয়নি। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংর্ঘষটি এক পর্যায়ে রক্তক্ষয়ী রূপ ধারন করে। এতে এক পক্ষের মিজানুর রহমান (৪৫), তার ভাই হাবিবুর রহমান (৩০), শিপন মিয়া (৩৫), লিপন মিয়া (২২), ছয়ফুল নেছা (৩২), গুণই বিবি (২৪) এবং অপর পক্ষের জালাল উদ্দিন (৩৫), মিনা বেগম (৫৫), শামছুল বেগম (২৫), কবির মিয়া (২৫), জাফর ইকবাল (৪৮), জয়নাল আবেদিন (৪০)সহ উভয়পক্ষের ২০ জন লোক আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং বিরোধপুর্ণ ঘরটি তালাবদ্ধ করে রাখেন বলে জানা গেছে। এদিকে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাবিবুর রহমান ও জালাল উদ্দিনের অবস্থার বেগতিক দেখে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর