,

দেশের জঙ্গি-সন্ত্রাস নির্মুলে ইমাম সমাজের ভূমিকা অনস্বীকার্য -হবিগঞ্জে ইমাম সম্মেলনে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে বলা হয়েছে একজন মানুষকে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যার সামিল। কিন্তু একটি কুচক্রীমহল ভাল মানুষদের ভুল বুঝিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত করছে। তাদের অপকর্মের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ওলামার ভূমিকা ও জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন এবং শ্রেষ্ঠ ইমাম বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল আমীন, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন, চৌধুরীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাওঃ মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি ক্বারী আবু তৈয়ব মুজাহিদী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম মাওঃ মোঃ আমিনুল হক এবং হামদ নাথ পরিবেশন করেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ নাসির উদ্দিন খান। অনুষ্ঠানে ৮ উপজেলা থেকে ইমামগণ এসে অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর