,

নবীগঞ্জে পঞ্চায়েতের ভূমি দাবি করে নিরিহ লোকের গাছ কর্তন

মহিলাকে ভিটে ছাড়া করার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় পঞ্চায়েতের ভূমি দাবি করে পুরুষ শুণ্য বাড়ির বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করেছে গ্রামের প্রভাবশালী লোকজন। শুধু গাছ কেটে শান্ত হননি প্রভাবশালীরা। তারা নিরীহ মহিলাকে ভিটে ছাড়া করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন গৃহবধু খাদিজা আক্তার। সুত্রে প্রকাশ ওই উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর (দাশের কোনা) গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র আব্দুল আহাদ উপরি মিয়া তার দুই পুত্রসহ প্রবাসে রয়েছেন। দেশের বাড়িতে থাকেন তার স্ত্রী, পুত্র ও ছোট কন্যা। এলাকার একটি মহল তার স্ত্রীর কাছে একাধিকবার চাদাঁ চেয়ে আসছে। অনেকবার তিনি চাঁদা দিয়েছেন। অবশেষে একটি মহলকে চাঁদা না দেয়ায় তারা একটি ফঁন্দি খুঁজতে থাকে। এরই সুত্র ধরে তারা এলাকায় প্রচার করে প্রবাসী আব্দুল আহাদ উপরি মিয়ার ভিটে বাড়ি সড়কের জন্য বরাদ্ধকৃত ভূমি এবং সরকার বাহাদুরের নামে রয়েছে। যাহা এলাকার জনসাধারনের প্রাপ্য দাবি রয়েছে।

Nabiganj pic 3 26-04-2018 gach

এই ইস্যু নিয়ে তারা গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় ৩০/৩৫ জন লোক মিলে হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র দা, কুড়াল, অন্যান্য দেশিয় অস্ত্র নিয়ে হাক ডাক দিয়ে ঘন্টাখানেক তান্ডবলীলায় ওই বাড়ির প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরজমিনে গিয়ে আব্দুল আহাদের স্ত্রীর খাদিজা আক্তারের সাথে আলাপকালে তিনি জানান,  সকালে ওই গ্রামের মৃত গনি মিয়ার পুত্র জুনু মিয়া, চুনু মিয়া, মৃত শায়েস্তা মিয়ার পুত্র কাছা মিয়া, মৃত সোনা মিয়ার পুত্র  মতিন মিয়া, মৃত সমছু মিয়ার পুত্র জব্বার মিয়া মৃত ছরকুম উল্লার পুত্র কমরু মিয়া ও আমরু মিয়া মিলে তাদের বাড়ির বিভিন্ন প্রজাতির ৪০/৫০টি গাছ কেটে সাবাড় করেছে। এ ব্যাপারে তৌকির আহমদ স্বপন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে এরই প্রেক্ষিতে থানার এস.আই পলাশ দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করেছেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর