,

সরকারীভাবে অধিগ্রহনকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরনের কোটি টাকার চেক বিতরণ করলেন জেলা প্রশাসক মুরাদ

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ৫৫ বিজিবি সদর দপ্তর, শায়েস্তাগঞ্জ থানা, সিলেট ও বিবিয়ানা গ্যাস ফিল্ড লিমিটেড সহ নানা স্থাপনা নির্মাণের জন্য সরকারীভাবে অধিগ্রহনকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরনের ১ কোটি ২৮ লাখ ৯৪ হাজার ৭’শ ৬৫ টাকা ৬৪ পয়সার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ তার অফিস কক্ষে পুরুষ-মহিলা সহ ১৩ জন জমির মালিকের হাতে ওই পরিমান টাকার চেক হস্তান্তর করেন। চেক প্রাপ্ত ব্যক্তিগণ হলেন, কাজী আবুল কাশেম শিশু (৪০ হাজার ২’শ ৫০/ ৪ লাখ ৬০ হাজার টাকা), মোছাঃ খুশ বানু চৌধুরী (১০ হাজার ৬’শ ৮ টাকা ১৪ পয়সা), বারিক চৌধুরী (২১ হাজার ১’শ ৭৪ টাকা ৩৫ পয়সা), মোছাঃ আমিনা খাতুন (১ লাখ ২৫ হাজার ৮’শ ১০ টাকা), মোঃ কবির আলী (৫ লাখ ৮৭ হাজার ৮’শ ৮০ টাকা), মোছাঃ সিতারা বেগম (৭ হাজার ৯’শ ৮৮ টাকা ২৯ পয়সা)/ ১৪ হাজার ৩০ টাকা ৪৫ পয়সা), মোঃ জালাল খান (৩১ লাখ ৯৭ হাজার ৪’শ ৪২ টাকা ৯১ পয়সা), মোঃ নুরুউদ্দিন জাহাঙ্গীর (৬৩ লাখ ৯৪ হাজার ৮’শ ৮৫ টাকা ৮২ পয়সা), মোঃ আব্দুর রহমান (৯ লাখ ৯৬ হাজার ১’শ ৬৭ টাকা ৫৯ পয়সা), মোঃ আব্দুল মান্নান (৯ লাখ ৯৬ হাজার ১’শ ৬৭ টাকা ৫৯ পয়সা) এবং মোঃ আব্দুল হান্নান (৪২ হাজার ৩’শ ৬০ টাকা ৫০ পয়সা)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, বিজ্ঞ এডিএম তারেক মোহাম্মদ জাকারিয়া, আরডিসি মোঃ নুরে আলম, এনডিসি মোঃ বেলায়েত হোসেন ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, ৩য় দফায় ওই সমপরিমান টাকার চেক স্ব স্ব জমির মালিকদের হাতে প্রদান করা হলেও অধিগ্রহনকৃত অবশিষ্ট জমির মালিকগণও সহসাই তাদের ক্ষতিপূরনের চেক হাতে পাবেন। তবে এ ক্ষেত্রে অধিগ্রহনকৃত জমির মালিকগণ তাদের কাগজপত্র সহ নিজেদের মালিকানা সুনিশ্চিত করতে হবে এবং তা শতভাগ যাচাই-বাছাই করেই পরবর্তী চেকগুলো তুলে দেয়া হবে। বলাবাহুল্য, উক্ত জমির মালিকগণ দিনের পর দিন ওই ক্ষতিপূরন বাবদ টাকা পেতে দৌড়ঝাপ করলেও জেলা প্রশাসক হিসেবে মাহমুদুল কবীর মুরাদ তার স্ব পদে আসীন হয়েই সরকারীভাবে অধিগ্রহনকৃত জমির প্রকৃত মালিকদের টাকা দ্রুত বুঝিয়ে দিতে তড়িৎ পদক্ষেপ গ্রহন করেন। এরই আলোকে পর্যায়ক্রমে উক্ত জমির মালিকগণ তাদের জমির টাকা চেক আকারে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন এবং এ জন্য জেলা প্রশাসক মুরাদের ভূয়শী প্রশংসা করার পাশাপাশি তার জন্য হাত তুলেও দোয়া করেন তারা।


     এই বিভাগের আরো খবর