,

নবীগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ॥ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজার থেকে শতক পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে দিনারপুর উচ্চ বিদ্যালয়, দিনারপুর কলেজ ও জনতার বাজার ও কাগাবালা সিএনজি স্ট্যান্ড শ্রমিক ও সাধারন জনতার আয়োজনে এ আন্দোলন কর্মসূচি অনুষ্টিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে দূর্ভোগে পরেন দূরপাল্লার যাত্রীরা। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তোলে নেন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনতার বাজার হতে শতক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবী জানিয়ে আসলেও সংস্কার না হওয়ার ফলে মানববন্ধন ও বিােভ কর্মসূচির ঘোষণা দেন ভুক্তভোগীরা। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ জনতা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র উন্নয়ন হলেও ওই রাস্তাটি দিনে দিনে চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। অপর দিকে মৌলভীবাজার জেলার সাথে ওই এলাকার যোগাযোগের একমাত্র রাস্তা এটি। দীর্ঘ ৪ বছর ধরে সংস্কার করার আশ্বাস দিয়ে আসলে ও রহস্যজনক কারণে এই সড়ক সংস্কার হচ্ছে না যার ফলে বৃষ্টির দিনে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সড়ক দিয়ে পায়ে হেটে যাতায়াত কালে কাঁদা মাটিতে জর্জরিত হয়ে যায় স্কুল কলেজের পোশাক। তারা কোন উপায় না পেয়ে মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগিরা। মানববন্ধন শেষে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েক শতাধিক যানবাহন। এসময় মোবাইল ফোনে আন্দোলনকারীদের শান্তনা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের  উক্ত রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস প্রদান করলে আন্দোলনকারীরা অবরোধ তোলে নেন।


     এই বিভাগের আরো খবর