,

বাস অটোরিকশাকে অভারটেক করতে গিয়েনবীগঞ্জ-শেরপুর সড়কে দূর্ঘটনায় শিশু নিহত ॥ আহত ২০ যাত্রী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশাকে অভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় বাসের চাপায় অটোরিকশা যাত্রী তানহা (৬) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে এবং তার মাকে মুমুর্ষ অবস্থায় সিলেট হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধা ৬ টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলা বাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় এর সামনে। সূত্রে প্রকাশ, ওই সময়ে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শেরপুর গামী যাত্রীবাহি বাস দ্রুত গতিতে উল্লেখিত স্থানে পৌছলে তার সামনে ব্যাটারি চালিত অটো রিকশাকে অভারটেক করতে চাইলে অটোরিকশাটি চাপায় পড়ে ধুমরে মুচরে যায় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের সিদ্দিকুর রহমানের কন্যা তানহা (৬) ঘটনাস্থলেই মৃত্যুর কূলে ঢলে পড়ে এবং তার মা রোজিনা বেগম (৫০) গুরুতর আহত হন। অপরদিকে  বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এর মধ্যে ৪ জনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, জসিম উদ্দিন (২৭), ফুলই বেগম (৬০), আব্দুল জলিল (৭০), ইমন আহমেদ (১৪), জালাল মিয়া (২৫), হিরা লাল সরকার (৩০), সন্ধা রাণী (৩০), ময়না বেগম (৬৫), আরফাত চৌধুরী (৩৫), সোহেলা বেগম (৩৫)।


     এই বিভাগের আরো খবর