,

হেলপার ও যাত্রীর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ

আলমগীর চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের হেলপার ও এক যাত্রীর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। এসময় মহাসড়কের উভয়দিকে কয়েক শতাধীক গাড়ী আটকা পড়ে। এতে দূর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। গতকাল রোববার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে সিলেটস্থ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের কাউন্টারে আউশকান্দির টিকেট কাটেন নবীগঞ্জের জনৈক এক যাত্রী। বাস চলন্ত অবস্থায় ওই যাত্রীর সাথে অশালিন ভাষায় গালিগালাজ করেন বাসের হেলপার। আউশকান্দি তথা নবীগঞ্জবাসীকে নিয়েও নানা কক্তুক্তিমূলক কথা বার্তা বলেন হেলপার। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর পেয়ে আউশকান্দি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোব্দ এলাকাবাসী। এসময় প্রায় কয়েক শতাধিক দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ। মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


     এই বিভাগের আরো খবর