,

হবিগঞ্জে বিড়ি শিল্প বন্ধ না করতে শ্রমিকদের আন্দোলন

হবিগঞ্জ সংবাদদাতা ॥ বিড়ি শিল্প বন্ধ না করা এবং সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে হবিগঞ্জে সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার (৩০ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকায় হবিগঞ্জ অঞ্চলের বিড়ি শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী, তামাক চাষি, ভোক্তা সাধারণ ও বৃহত্তর জনগোষ্ঠীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন- নূর ইসলাম, শফিক মিয়া, মাসুম মিয়া, সম্রাট আহমেদ, আব্দুর রহমান প্রমুখ। এছাড়া দুই শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।  এসময় বক্তারা বলেন, বাংলাদেশে সিগারেট শিল্প ২০৩৮ সালে বন্ধ করার ঘোষণা দিলেও বিড়ি শিল্পকে ২০২০ সালে বন্ধ করা হবে। এই বৈষম্য মেনে নেওয়া যায় না। এছাড়াও পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মতো বাংলাদেশেও বিড়ি শিল্পকে গুরুত্ব সহকারে দেখে হাজার প্রতি ট্যাক্স কমানোর দাবি জানান তারা।


     এই বিভাগের আরো খবর