,

৭১ জন দরিদ্র পরিবারের বালকের বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন করছে হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ পৌর এলাকার স্বল্পবিত্তের মানুষের কল্যাণে হবিগঞ্জ পৌরসভা কাজ করে যাবে। হবিগঞ্জ পৌরসভার নির্বাচিত হওয়ার পর থেকে মেয়র অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে দরিদ্র পরিবারের বালকদের বিনামূল্যে সুন্নতে খৎনা কার্যক্রম উদ্বোধনকালে মেয়র আলহাজ্ব জি.কে গউছ এসব কথা বলেন। তিনি গতকাল সোমবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালের অপারেশন থিয়েটার কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখছিলেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন ২০০৪ সাল হতে পৌর পরিষদকে সাথে নিয়ে পৌরসভার পক্ষ হতে দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে ব্যতিক্রমী নানা কর্মসূচী চালু করেছি। এ সকল কর্মসূচীগুলো সারাদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্বল্পবিত্তের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা, শিক্ষা সহায়তা, গণবিবাহ, প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা কর্মসূচী পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা। দুঃস্থ ও অসহায় পরিবারের বালকদের জন্য বিনামূল্যে সুন্নতে খৎনা কার্যক্রমও এ সকল জনহিতকর কর্মসূচীর আওতায় পালন করা হয়। মেয়র বলেন, আমি অতীতের মতো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সাথে নিয়ে পৌরবাসীর সেবা করতে চাই। অতীতের মতো ভবিষ্যতেও পৌরসভার কর্মকান্ডে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, পিয়ারা বেগম, সদর আধুনিক হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডাঃ শাহ্ মুহাম্মদ রেজাউল করিম, ডাঃ মোঃ মোশাররফ আখনজী, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস সহ অন্যান্যরা। কর্মসূচীতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বিনামূল্যে ৭১ জন দরিদ্র পরিবারের বালকের সুন্নতে খৎনা সম্পন্ন করা হবে। এর মধ্যে ১ম দিন ১৩ জনের খৎনা সম্পন্ন করা হয়। এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। প্রত্যেক বালককে বিনামূল্যে খৎনা করানোর পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়। সাথে সাথে দেয়া হয় উপহার সামগ্রী। উপহারের মধ্যে ছিল টুপি, ফতোয়া, গেঞ্জী, লুঙ্গী, জুতা ইত্যাদি। সুন্নতে খৎনা কর্মসূচীতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ডাক্তারবৃন্দকে পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান মেয়র আলহাজ্ব জি.কে গউছ।


     এই বিভাগের আরো খবর