,

মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতা মেধাবী পর্ব- ৩ এর পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥  নবীগঞ্জে সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা মেধাবী পর্ব ৩ এর পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোজ বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আলী আমজদ মিলনের সভাপতিত্বে ও দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়ের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড সুলতান মাহমুদ, ঢাকা সেনা নিবাসের রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ডঃ আব্দুর রশিদ মিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাক আহমেদ মিলু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী, অভিভাবক শিরীন আক্তার, উপজেলা শিক্ষা একাডেমীর অধ্যক্ষ কাঞ্চন বনিক, মঞ্চ সজ্জায় ছিলেন, জাকারিয়া হোসেন অপু এবং পরিকল্পনায় মোঃ সাইফুর রহমান খান, তথ্য প্রযুক্তি বিভাগে শ্যামল সর্দার, তরুণ সমাজকর্মী দেওয়ান ওহী চৌধুরী এবং ফরহাদ মাহমুদ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের  ৪২ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থসহ শিক্ষা উপকরণ, মুক্তিযুদ্ধভিত্তিক বই, সনদ এবং প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মানসম্মত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এই উদ্যোগকে এগিয়ে নিতে বিভিন্ন পেশার যে সকল ব্যক্তিবর্গ স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন- উপজেলা চেয়ারম্যান এড আলমগীর চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী আবু ইউসুফ চৌধুরী,  জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, শিক্ষানুরাগী মোস্তাক আহমেদ মিলু, আবুল কাসেম ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও অনলাইন সময়ের যাত্রী পত্রিকার সম্পাদক ইফতেখার আলম, মাস্টার ফাউন্ডেশন এনাবাদের পরিচালক এবং বিশেষজ্ঞ ডাঃ খয়রুল ইসলাম হেলাল, শিক্ষানুরাগী, সমাজ সেবক জুনেদ হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধা ফজর আলী ফাউন্ডেশন এর পরিচালক শাহ শহীদ আলী, প্রবাসী শিক্ষা ও ক্রীড়া অনুরাগী জাকিরুল হক চৌধুরী, নর্দার্ন রেঞ্জার্স ক্রিকেট ক্লাবের সেক্রেটারি জাবেদ হোসেন, নবীগঞ্জ ফ্রেন্ডস সোশ্যাল ক্লাবের সেক্রেটারি জাফর মোঃ মাসুদ, শিক্ষানুরাগী ফরহাদ চৌধুরী, খালেক মঞ্জিলের স্বত্বাধিকারী দিলাল চৌধুরী, শিক্ষানুরাগী রুহেল মিয়া, শিক্ষানুরাগী চৌধুরী সালেহ এবং শিক্ষানুরাগী কবির আহমেদ। আরো যারা, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা  হলেন-  কবি আফতাব আল মাহমুদ, ব্যবসায়ী উত্তম কুমার রায়,  লন্ডন একাত্তরের সমন্বয়ক উজ্জল দাশ, নবীগঞ্জ পৌরসভার প্রকৌশলী ভবি মজুমদার, উদ্যোক্তা বিন্দু পাল, জারা বেবি ফ্যাশন, নাবিল ক্রোকারিজ, একটেল শপ এবং ঘোষ মিষ্টান্ন ভান্ডার।


     এই বিভাগের আরো খবর