,

নবীগঞ্জে মহিলা মেম্বারকে লাঞ্চিত করার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা, আসামীরা আত্মগোপনে

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইউনিয়ন নির্বাচনে মহিলা মেম্বার ওয়ারিছা বেগমকে পরাজিত করতে না পেরে অবশেষে রাস্তায় এক পেয়ে লাঞ্চিত ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় তিনি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করা হয়েছে। মামলার সুত্রে প্রকাশ, উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের নওশদ আলীর স্ত্রী মোছাঃ ওয়ারিছা বেগম। তিনি বিগত ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হলে তাকে ঠেকাতে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোক একই গ্রামের মৃত হাজী আনজব আলীর পুত্র মোঃ আলতব আলী, মৃত আবু মিয়ার পুত্র  মোঃ সিরাজুল ইসলাম, মৃত আব্দুল কাািদর মিয়ার পুত্র মোঃ রেজাউল ইসলাম, মোঃ ময়না মিয়া মৃত রঞ্জু মিয়ার পুত্র লায়েক মিয়া, আপ্রান চেষ্টা করে ও তাকে কিভাবে ঠেকাতে পারে। অবশেষে তিনি নির্বাচিত হয়েছেন। কোন মতেই সহ্য করতে পারেননি তারা। প্রায়ই তাকে ইউনিয়ন অফিসে যাবার সময় বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি, টিটকারি, ও মশকারিসহ বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২২ শে মার্চ ২০১৭ ইং বুধবার বিকেলে ওয়ারিছা বেগম স্থানীয় শেরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে আলতাব আলীর নেতৃত্বে তাকে পথরুদ্ধ করে অপমান করে এবং তাকে টানা হেছড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে একই গ্রামের মৃত হাজী আনজব আলীর পুত্র মোঃ আলতব আলী, মৃত আবু মিয়ার পুত্র মোঃ সিরাজুল ইসলাম, মৃত আব্দুল কাদির মিয়ার পুত্র মোঃ রেজাউল ইসলাম ও মোঃ ময়না মিয়া, মৃত রঞ্জু মিয়ার পুত্র লায়েক মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আদালত হবিগঞ্জ দরখাস্থ মামলা ১৯১/১৭ইং দায়ের করেন। কিন্তু নির্দিষ্ট তারিখে আসামীরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতাারি পরোয়ানা জারি করেছে আদালত। বর্তমানে গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর