,

চুনারুঘাটে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে অল্পের জন্য বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বরযাত্রীরা। গতকাল সোমবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার অগ্রণী স্কুলের পার্শ্ববর্তী এলাকায় বাল্যবিয়েটি পন্ডু করেন ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী। ইউএনও বলেন, উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও বড়কোটা গ্রামের বিদেশ ফেরত আশরাফ উদ্দিনের (৪০) মধ্যে অসম বিয়ের আয়োজন করা হয়। সোমবার দুপুরে বর এসে যখন বিয়ের প্রস্তুতি চলছিল, এসময় আমার কাছে খবর আসে। তখন আমি ফোনে কাজীকে বিয়ে না পড়াতে বলি এবং ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করি। তবে আমার উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যান।


     এই বিভাগের আরো খবর