,

বানিয়াচংয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রী ও কৃষকের

গত এক মাসে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ২৫ জন নিহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর ও শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে নবম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার (১৫) এবং একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের রহিম মিয়ার ছেলে মিজানুর রহমান (১৮)।  স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে তানিয়া আক্তার তার মায়ের সঙ্গে রান্না ঘরে কাজ করছিলো। এ সময় কোনোকিছু আনতে বাইরে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় সে। অপরদিকে ধান কাটার সময় বজ্রপাত ঘটলে কৃষক মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, মে মাসের গত ১০ দিনে বজ্রপাতে বানিয়াচংয়ে ১০ জনের মৃত্যু হয়ছে। প্রতিদিনের বজ্রপাতে প্রাণহানির ঘটনায় এলকায় চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ২৫ জনের বেশি লোক মারা গেছেন।


     এই বিভাগের আরো খবর