,

মাধবপুরে ব্রিজ সংস্কারের অভাবে ৩৩ গ্রামের মানুষের দুর্ভোগ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দরগাহ গেট এলাকার ভেঙে যাওয়া একটি ব্রিজ সংস্কারের অভাবে দুর্ভোগে পড়েছেন ৩৩টি গ্রামের কয়েক হাজার মানুষ। চলাচলের অসুবিধায় স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীসহ নানা শ্রেণী-পেশার লোকজন পড়েছেন বিপাকে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের অন্তর্গত সড়কের দরগাহ গেট থেকে ওয়াপদা এলাকা পর্যন্ত রাস্তার শারজাঙ্গাল ছড়ার উপর ছোট এই ব্রিজটি সংস্কার এখন এলাকাবাসীর প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।   বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন আহমেদ  বলেন, দীর্ঘদিন ধরে মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে ব্রিজটি। তিনদিনের ভারী বর্ষণের ফলে ব্রিজটি একেবারেই ভেঙে পড়েছে। যে কারণে দুর্ভোগে পড়েছেন ৩৩টি গ্রামের মানুষ। তিনি আরো জানান, শুধু মাধবপুর উপজেলার মানুষ নয়। দেশের বিভিন্ন স্থান থেকে শাহজিবাজার দরগায় আসা লোকজনেরও চলাচলের প্রধান রাস্তা এটি। অবিলম্বে রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।  স্থানীয় মো. সৈয়দুর রহমান নামে এক ব্যক্তি বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের আর খবর থাকে না। তিনি আরো বলেন, সেতুটি আধাভাঙা থাকা অবস্থায় কষ্ট করে হলেও আমরা চলাচল করতে পেরেছি। কিন্তু তিনদিন ভারী বর্ষণের ফলে ব্রিজটি এখন একেবারে ভেঙে পড়ায় এলাকার লোকজন বিপাকে পড়েছেন। এছাড়াও উল্লেখিত রাস্তার পুরোটাই খানা-খন্দে পরিণত। যে কারণে যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধা হয়। হাজার হাজার লোকজনের সুবিধার্থে অবিলম্বে এ ব্রিজ ও রাস্তাটি নির্মাণের দাবি জানান তিনি। এ ব্যাপারে হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইড) সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা অবগত। আগামী জুলাই মাসের পরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।


     এই বিভাগের আরো খবর