,

মাধবপুরে ২শ’ বস্তা নকল ডিটারজেন্ট পুড়িয়ে ধ্বংস

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জব্দ হওয়া ২শ’ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বিকেলে উপজেলা পরিষদের ডাম্পিং স্টেশনে ওই ডিটারজেন্টগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এবং র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। আমিরুল ইসলাম মাসুদ জানান, গত ৮ মার্চ মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি নকল ডিটারজেন্ট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ২০০ বস্তা বিভিন্ন সনামধন্য কোম্পানির মোড়ক ব্যবহৃত নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। পরে ওই কারখানার লোকজন তাদের লাইসেন্স আছে বললে তা দেখানোর জন্য সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন দেখাতে ব্যর্থ হয়। বিকেলে প্রকাশ্যে জব্দকৃত ডিটারজেন্ট পাউডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


     এই বিভাগের আরো খবর