,

নবীগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের হাহাকার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গত দু’দিনের ঘুর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি সম্পুর্ণ এবং ৫ শতাধিক
ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বাড়ির লোকজন কেউ কেউ অন্যের বাড়িতে, কেউ খোলা আকাশের নীচে, আবার কেউ ঝুপড়ি বানিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত সরকারী ভাবে কোন সহযোগিতার খবর পাওয়া যায়নি। ফলে ক্ষতিগ্রস্থদের মধ্যে হাহাকার বিরাজ করছে। বিশেষ করে গত বৃহস্পতিবার সকালের দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার করগাওঁ ইউনিয়নে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন। তিনি দাবী করেন ওই ইউনিয়নের গুমগুমিয়া, পাঞ্জারাই, শেরপুর, কামালপুর, পুরুষোত্তমপুর, নোয়াগাওঁ, লক্ষিপুর, রাধানগর, করগাওঁ,তারনগাওঁ, মুড়ারপাটলীসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ঘরবাড়ি সম্পুর্ণ এবং অর্ধ শতাধিত ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। অনেকেই অর্থের অভাবে তাদের আশ্রয়স্থল বসত ঘর নির্মাণ করতে পারছে না। নানা স্থানে আশ্রয় নিয়েছেন। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা করা হয়নি। ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন ক্ষতিগ্রস্থদের দ্রুত সাহায্য করার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে।


     এই বিভাগের আরো খবর