,

র‌্যাবের হাতে নবীগঞ্জের ফাহিমসহ গাড়ি চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার ৪ জনসহ সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ছয়টি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান,  সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে দিলু মিয়া (২৬),  হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাসিন্দা কবির মিয়া ছেলে আব্দুল খালেক (৩২), নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বাসিন্দা মৃত তাজুল ইসলামের ছেলে ফাহিম আহমেদ (২৮), হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মুহিতের ছেলে হাবিবুর রহমান (৩২), মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকার বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে সফিউর রহমান ওরফে লিটন ওরফে লিটু, বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আতিকুর রহমান (৩৩), গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তাড়াইল গ্রামের বাসিন্দা কালাম মোল্লা ওরফে কালা মিয়ার ছেলে মোখলেছ মোল্লা (৩৫) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুমচর গ্রামের বাসিন্দা মৃত আলতাফ হোসেনের ছেলে মামুন (৩৮)। তিনি আরও জানান. গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য। তারা চোরাই গাড়ি যোগে মাদক পরিবহন করে। তাদের প্রত্যেকের নামে মাদক, অপহরণ, গাড়ি চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।


     এই বিভাগের আরো খবর