,

হবিগঞ্জে ‘মা’ ফার্মেসীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল ফটকের সামনে অবস্থিত ‘মা’ ফার্মেসীর বিরুদ্ধে দালাল পোষা ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রেতা ও ফার্মেসী ব্যবসায়ির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়
লোকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগীরা জানান, গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুরে যাত্রীবাহি বাস ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত ও ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় ডাক্তার হাফিজুর রহমান (৩২) নামে এক রোগীকে ঢাকা প্রেরণ করে। ঢাকা যাওয়ার আগে ডাক্তারের লিখে দেয়া প্রেসকিপশন দিয়ে হাফিজুর এক স্বজন ওষধ কিনতে হাসপাতালের গেটে আসেন। এ সময় সেখানে উপস্থিত এক দালাল তার কাছ থেকে প্রেসকিপশন নিয়ে ‘মা’ ফার্মেসীতে আসে। পরে সেখান থেকে প্রয়োজনীয় ওষধ নেয়ার পর তার দাম ধরা হয় ২ হাজার ২শ’ ৪৭ টাকা। পরে রোগীর স্বজন ওষধ নিয়ে এক নার্সের কাছে দিলে তিনি ওষধের দাম জিজ্ঞেস করলে তিনি উল্লেখিত টাকা রাখছেন বলে জানান। তখন নার্স ওই ওষধের দাম ১ হাজার টাকা বলে জানালে তিনি আবারও ‘মা’ ফার্মেসীতে এসে ওষধের দাম নিয়ে দালাল ও ফার্মেসীর মালিক রুবেলের সাথে রোগীর স্বজনের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে হাসপাতালে গেটে সামনে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত হয়। এক পর্যায়ে উপস্থিত জনগণের চাপে সঠিক দাম ১ হাজার ২শ’ টাকা রাখেন ‘মা’ ফার্মেসীর মালিক। এ ব্যাপারে রোগীর স্বজন জানান, দাম বেশি রাখার পাশাপাশি ওই ফার্মেসীর মালিক তার কাছ থেকে একই একই ওষধের দাম দুইবার করে রেখেছেন। তাছাড়া, আমি যে ওষধ তাকে ফেরত দিয়েছি তিনি আবারও সেই ওষধের দাম রেখেছেন। তিনি বলেন- আমরা টাঙ্গাইল থেকে এখানে এসে বিপদে পড়েছি বলে তিনি আমাদের সাথে এমন প্রতারণা করবেন ভাবতেও পারিনি। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে সেখানের কিছু স্থানীয় লোকজন জানান, ওই ফার্মেসীর মালিকের ছত্রছায়ায় সেলিম মিয়াসহ ৩ জন দালাল রয়েছে। তারা হাসপাতাল থেকে রোগীর স্বজনদের ওই ফার্মেসীতে নিয়ে আসেন। অনেক সময় সচেতন লোকদের সাথে দালালদের হাতাহারি ঘটনাও ঘটে। অপরদিকে, ওই এলাকার অন্য সব ফার্মেসী ব্যবসায়িদের অভিযোগ, মাত্র কয়েক দিনের ব্যবসায় এসে ‘মা’ ফার্মেসী বিভিন্ন প্রতারণা ও দালালির মাধ্যমে হাজার হাজার টাকা গ্রামগঞ্জ থেকে আসা রোগী কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে ‘মা’ ফার্মেসীর সত্বাধিকারী রুবেল মিয়া জানান, ‘আমাদের ওষধের দাম একটু বেশি। কারণ ওষধের মান ভালো। আর দাম বেশি থাকার কারণে এ নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে হাতাহাতির বিষয়টি তিনি অস্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর