,

উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে -এমপি আব্দুল মজিদ খান

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশচ্ছী হতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে। গতকাল মঙ্গলবার সকালে বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামে ২৭ লাখ ৭৯ হাজার ৫শ’ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ১৫৬টি পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুতায়ন নয় সারাদেশে যোগাযোগ, শিক্ষা স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি সহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে। আর জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুৎ দিয়ে দায়িত্ব পালন করছেন। আর আপনাদের দায়িত্ব হলো সঠিকভাবে এর ব্যবহার করা। আখল মিয়ার  সভাপতিত্বে ও যুবলীগ নেতা কাজল দাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম মোঃ আবু জাফর, পুকড়া  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, আব্দুর রহিম মেম্বার, আওয়ামী লীগ নেতা কিম্মত আলী, পারভীন আক্তার মেম্বার, আরও বক্তব্য রাখেন, পুকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখঞ্জী, ছাত্রলীগ নেতা মোফাচ্ছল হোসেন, বিশিষ্ট মুরুব্বি শাহা আলম, শরীর উদ্দিন, রমজান আলী, নূরুল আমিন, ফুল মিয়া, আব্দু শহীদ, যুবলীগ নেতা ছালেক মিয়া প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়ত করেন মওলানা ইউসুফ আলী গীতা পাঠ করেন বিবেকানন্দ দাস।


     এই বিভাগের আরো খবর