,

নবীগঞ্জে কুশিয়ারা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

গত ২১মে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্ঠায় ও ২২ মে দৈনিক মানব জমিন পত্রিকায় “নবীগঞ্জের কুশিয়ারা নদীর বাঁধে ধ্বস ॥ দায়সারা কাজ করে বাঁধের টাকা
আত্মসাৎ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য পরিবেশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং মানহানীকর। আমার ব্যক্তিগত এবং পারিবারিক সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে। আমার জনপ্রিয়তায় ইর্ষাণিত ঐ কুচক্রি মহল কোনভাবেই প্রমাণ করতে পারবে না কুশিয়ারা বাঁধ নির্মাণে আমি দুর্নীতির আশ্রয় নিয়েছি। প্রকাশিত সংবাদে স্থানীয় ইউপি সদস্য বাঁধ নির্মানে ইআইসি সভাপতির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগসাজশে বাঁধ নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ উঠার যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। বাঁধ নির্মাণে দায়সারা কাজ করা হয়নি কিংবা কোন ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলেও দুর্নীতি ও অনিয়মের কোন প্রমাণ পাবেন না। এলাকাবাসীর ফসল যাতে বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে তলিয়ে না যায় সেজন্যই বেড়িবাঁধ সঠিকভাবে নির্মাণ করা হয়েছে। এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে এই বাঁধের রক্ষনাবেক্ষনের জন্য সম্ভব সবকিছুই করা হচ্ছে। এ ব্যাপারে কারও কোন গাফিলতি নেই। কুশিয়ারা বাঁধ যাতে ভেঙ্গে কৃষকদের ফসলহানি না ঘটে সে ব্যাপারে আমি সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছি। কোন কুচক্রি মহলকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দিবনা। একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকাবাসী আমার উপর যে দায়িত্বভার ন্যস্ত করছেন আমি তার শতভাগ পালনে প্রতিশ্রুতি বদ্ধ। আমি এ ব্যাপারে এলাকবাসীর সার্বিক সহযোগিতা চাই। সেই সাথে দৈনিক হবিগঞ্জ সময়ে ও দৈনিক মানব জমিন পত্রিকায় কুশিয়ারা বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।
প্রতিবাদকারী
হাজী মোঃ দুলাল মিয়া
ইউপি সদস্য, ১নং ওয়ার্ড
আউশকান্দি ইউনিয়ন পরিষদ
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর