,

নবীগঞ্জ-হবিগঞ্জ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন নরবড়ে বাঁশের শাখোটির বেহাল দশা

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্টেন্ড সংলগ্ন শাখা বরাক নদীর উপর নবীগঞ্জ পৌর এলাকা আনমনু যাতায়াতের জন্য নির্মিত বাঁশের শাখোটি চলা-চলের একেবারেই অনুপযোগী হয়ে পরেছে। নবীগঞ্জ পৌর এলাকা আনমুন যাওয়ার রাস্তা এটি। গ্রামের জনসাধারণের চলা-চলের রাস্তাটি কিন্ত ওই শাখা-বরাক নদীর উপর কোন ব্রীজ না থাকায় লড়-বড়ে একটি বাঁশের সাকোর উপর ভরসা করেই চলছিল ওই এলাকার সাধারণ মানুষ। নির্বাচনী প্রচারণায় ইশতেহার দেওয়া জন-প্রতিনিধিরা আজও এই ব্রীজটির কোন খোজ খবর রাখছেন না। অথচ নবীগঞ্জ-হবিগঞ্জ চলা-চলের সময় প্রায় জন-সাধারন ও জন-প্রতিনিধিদের চোখে এই ভাঙ্গা সাখোটি ধরা পরে। কিন্তু কার খবর কে রাখে। যার ফলে ঐ গ্রামের জন-সাধারণদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখ জরুরী গুরুত্বপূর্ণ এই সড়কে পাকা একটি ব্রীজ না থাকায় ওই এলাকার সাধারণ মানুষ হাসপাতালে ইমার্জেন্সী কোনো রোগী নিয়ে যেতে,পড়তে হয় চরম বিপাকে এবং বাঁশের সাকোটি নরবড়ে ও ভাঁঙ্গা থাকায় ঐ গ্রামের লোকদের চলাচলের সমস্যা হচ্ছে। এলাকাবাসী তাদের চলাচলের দুর্ভোগ লাগবে স্থানীয় জনপ্রতিনিধিদের এই ভাঙ্গা শাকোটির দিকে একটু নজর দেয়ার জোর দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর