,

SAMSUNG CAMERA PICTURES

বাহুবলে দু‘পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামে ইউসুফ আলী, মহিদ মিয়াগং ও ১নং স্নানঘাট ইউনিয়নের যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ এর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।  এর জের ধরে গতকাল বিকাল ৪টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টা সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে সুত্রে জানা গেছে। খবর পেয়ে বাহুবল থানার একদল ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ পৌছে ৪০ রাউন্ট রাবার বুলেট ও ২০ রাউন্ট টিয়ারশেল নিপে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় যুবলীগ নেতা ফরহাদ, তাজুল ইসলাম, মাসুক মিয়া, বদরুল ইসলাম, ইউসুফ আলী, মহিদ মিয়া, শহীদ মিয়া, নায়েব আলী ও মতিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশের ভয়ে ইউসফ আলী সহ তার লোকজন পালিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর