,

হবিগঞ্জ সদরে মাতৃমৃত্যুর তদন্ত, সময়মত সেবা কেন্দ্রে না যাওয়াই মাতৃমৃত্যুর কারণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় বিগত ১ বছরে মাতৃত্বজনিত কারণে মারা যায় ৩ জন মা। গতকাল সোমবার এসব মায়ের মৃত্যুর কারণ তদন্ত করা হয়। এসব মায়েরা হলো ছোট বহুলা গ্রামের বছির মিয়ার স্ত্রী বিলকিছ আক্তার, কালনী গ্রামের হিরণ মিয়ার স্ত্রী সরুফা বেগমের তদন্তকালে দেখা যায়, এসব মায়েরা বিভিন্ন সেবা কেন্দ্র থেকে গর্ভকালীন সেবা গ্রহণ করেছে, কিন্তু ডেলিভারীর সময় হাসপাতালে না গিয়ে বাড়ীতে দীর্ঘসময় চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে তখন তারা হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ততক্ষণে মায়ের জীবন মৃত্যুর সন্নিকণে চলে আসে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এসব মায়েদের জীবন রক্ষা করা সম্ভব হতো। তদন্তকালে উপস্থিত ছিলেন এমওএমসিএইচ এন্ড এফপি ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, ইউপি সদস্য সায়স্থা মিয়া, মহিলা ইউপি সদস্য রেহানা খাতুন, উপজেলা ফেসিলিটেটর জেসমনি আক্তার, এফএসও হোসেন আহমদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর