,

নবীগঞ্জে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ শিশু নারী উন্নয়নে সচেতনতামূলক শিক্ষা কর্মসূচির আওতায় যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, অটিজম শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রম, নারীর সামাজিক নিরাপত্তা ও কর্মসুচি সমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে ১ দিনের এক ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপ-সচিব, উপ-পরিচালক, স্থানীয় সরকার হবিগঞ্জ মোঃ সফিউল আলম, বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন, নবীগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা বিটিভি’র প্রতিনিধি মোঃ আলমগীর খাঁন সাদেক। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ইমাম, কাজী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর