,

জাতীয় পার্টি ছাড়া আগামীতে কেউ সরকার গঠন করতে পারবে না, হবিগঞ্জ জেলা জাপার ইফতার মাহফিলে -আতিক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন- জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। এ দলে থেকে কেউ বিশৃংঙ্খলা সৃষ্টি করতে পারবে না। পল্লীবন্ধু এরশাদের নীতি আদর্শ নিয়ে এ দলের প্রত্যেক নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি আগামী নির্বাচনের পূর্বে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন- আগামীতে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। গতকাল সোমবার হবিগঞ্জ জেলা জাপার দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে জেলা জাপার আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আগামী নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনেই জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচিত করে পল্লীবন্ধুর এরশাদকে রাষ্ট ক্ষমতা নিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী অপুর সভাপতিত্বে এবং জেলা জাতীয় যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মেম্বার, জেলা জাপার নেতা হাজী লুৎফুর রহমান নানু, সেলিম আহমেদ, আব্দুল হান্নান, আয়ুব আলী মেম্বার, ফরিদ মিয়া, জেলা জাতীয় সৈনিক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল  করিম, মাধবপুর উপজেলা জাপা সভাপতি কদর আলী মোল্লা, শায়েস্তাগঞ্জ পৌর জাপার সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ আব্দুল আউয়াল, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আব্দুল রহিম জিতু, সাদেক মেম্বার, লাখাই উপজেলা জাপার আহ্বায়ক শাহজাহান তালুকদার, নবীগঞ্জ পৌর জাপার সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, বানিয়াচং উপজেলা জাপার সদস্য সচিব হাবিবুর রহমান আশিক মাস্টার, বাহুবল উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল আহাদ মেম্বার, অপু আহমেদ রওশন, বাহুবল জাপা নেতা সৈয়দ আলী, আব্দুল জব্বার, হবিগঞ্জ পৌর যুবসংহতির সভাপতি আরব আলী, মাধবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি কাউছার আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা যুবসংহতির সভাপতি আব্দুল মুকাদিম নিশু, জাপা নেতা হাজী হায়দর আলী, জেলা যুবসংহতির নেতা ফতেহ আলম, হেলাল আহমদ, এনামূল হক চৌধুরী এনাম প্রমূখ। এছাড়াও, হবিগঞ্জের কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, জেলা জাপার ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর