,

লাখাই’র আলোচিত ফাহিমা হত্যার ঘটনায় দুইটি মামলা দায়ের

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ের যুবতী ফাহিমা (১৮)র গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের ইছাক মিয়ার পুত্র জাহেদ মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ই জুন ২০১৮ইং দিন দুপুরে লাখাই উপজেলার গুনিপুর গ্রামের মোহাম্মদ আলীর কন্যা ফাহিমা আক্তার এর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরের দিন ৩ই জুন ২০১৮ইং নিহতের মা কুলসুমা বেগম থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা দায়ের করে। এ মামলায় আটককৃত জাহেদ মিয়াকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে নিহতের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে গত ৬ই জুন ২০১৮ইং নয় জনকে আসামী করে আদালতে আরেকটি মামলা দায়ের করেন।  মামলার বাদী তার মামলার বিবরণে উল্লেখ করেন, তার স্ত্রী করা মামলা দায়ের প্রতিফল ঘটেনি এবং কোন আসামীর নাম উল্লেখিত হয়নি। এ মামলাটি পুলিশের মনগড়া তাই তিনি পূনরায় আদালতে মামলা দায়ের করেছেন।  এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, ফাহিমা হত্যার কান্ডের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে মামলাটি করেছেন এবং ওই মামলায় জাহেদ মিয়া কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অজ্ঞাতনামীয় আসামী, তাছাড়া আর কোন তদন্ত চলছে কিনা জানতে চাইলে তিনি জানান, জাহেদ মিয়ার স্বীকারোক্তীতে একজনই হত্যা করেছে। নিহতের বাবা বাদী হয়ে অপর আরেকটি মামলার ৯ জনকে আসামী করে আদালতে দায়ের করা হয়েছে। এ মর্মে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না।


     এই বিভাগের আরো খবর