,

প্রেম মানে না জাতকুল প্রেম মানে না কোন বাধাঁ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ প্রেম মানে না জাতকুল প্রেম মানে না কোন বাধাঁ। প্রেম কে চিরস্থায়ী করার জন্য সদর উপজেলার লোকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের চৌকি চরণ রবি দাসের কন্যা অঞ্জনা রবি দাস নামে এক যুবতি তাজ উদ্দিন নামে এক যুবকের সাথে আজানার উদ্যেশ্যে পাড়ি জমিয়েছে। এনিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। অনেকেই মন্তব্য করছেন ভিন্ন ধর্মী হওয়ায় তারা কি করে এ রকম কর্মকান্ড করে। সূত্র জানায়, অঞ্জনা রবি দাসের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মেম্বার আলফু মিয়ার পুত্র তাজ উদ্দিনের সাথে গত ১ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিভিন্ন সময়ে তারা গোপনে অভিসারে মিলিত হয়। বিষয়টি আচ করতে পারে তাজ উদ্দিনের পিতা আলফু মিয়া। অঞ্জনা ভিন্ন ধর্মী হওয়ায় এতে আলফু মিয়া বাধা হয়ে দাড়ায়। ১ মাস আগে অঞ্জনা ও তাজ উদ্দিন আজানার উদ্যেশ্যে পালিয়ে যায়। এ ঘটনায় আলফু মিয়ার পক্ষ থেকে একটি সাধারণ ডায়রি করা হয়। ষিয়টি মান ইজ্জতের কথা চিন্তা করে প্রেমিক যুগল বাড়িতে ফিরে আসে। এ নিয়ে শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় যাতে এক জন আরেক জনের সাথে মেলামেশা না করে। কিন্তু এ আদেশ উপক্ষো করে তারা পুণরায় মেলামেশা শুরু করে। এর কারণে গত রোববার দুপুরে তারা ফের আজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ব্যাপারে লুড়কা ইউনিয়নের মেম্বার আবু তালিব জানান, এর আগে ও তারা পালিয়ে গিয়েছিল। সমাধান করা হয়েছে। এখনও তারা পালিয়ে গেছে বর্তমানে তারা চট্রগ্রামে রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্ঠা চলছে।


     এই বিভাগের আরো খবর